এই প্রথম ভিনগ্রহ থেকে ঝলসে উঠল বিদ্যুতের আলো। এই আলো চাক্ষুষ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ যান। মঙ্গলগ্রহে নাসার যান ঘুরে বেড়াচ্ছে। অন্য কোনও গ্রহে সেটা এখনও সম্ভব হয়নি। তবে গ্রহের কাছে পৌঁছে তাকে খুব কাছ থেকে প্রদক্ষিণ করছে নাসার যান। বৃহস্পতি গ্রহের চারপাশে চক্কর দিচ্ছে নাসার যান জুনো। শুধু প্রদক্ষিণই করছে না, বহু তথ্য প্রতিটি প্রদক্ষিণ থেকে তুলে দিচ্ছে বিজ্ঞানীদের ঝুলিতে। যা থেকে বৃহস্পতিকে খুব কাছ থেকে অনেক ভালো করে চিনতে পারছেন বিজ্ঞানীরা।
বিস্তারিত পড়ুনঃ ‘ভিনগ্রহে’ ঝলসে উঠল বিদ্যুতের আলো!