টেসলার হিউম্যানয়েড রোবট ‘টেসলা বট’-এর নতুন ভিডিও প্রকাশ করেছেন ইলন মাস্ক। টেসলার বিনিয়োগকারীদের সঙ্গে বার্ষিক বৈঠক চলাকালে তিনি ভিডিওটি দেখান। ভিডিওতে দেখা গেছে, হাত দিয়ে জিনিস ধরা, স্মৃতি মনে রাখতে পারা, রাস্তায় চলাচল এবং রিয়েলটাইমে মানুষকে অনুকরণ করতে পারছে টেসলার রোবট। সাইবার ট্রাক বাজারে আনার পরই উৎপাদন শুরু হবে টেসলা বটের।
সূত্র : দ্য ভার্জ