প্রথমবারের মতো ভারতে শোরুম খুলতে যাচ্ছে অ্যাপল। মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড ড্রাইভ মলের শোরুমটির নাম হবে অ্যাপল বিকেসি (বান্দ্রা কুর্লা কমপ্লেক্স)। শোরুমটির আয়তন হবে ২২ হাজার বর্গফুট। শহরটিতে চলা হলুদ কালো ট্যাক্সির সঙ্গে মিল রেখে উজ্জ্বল রঙিন লোগো তৈরি করা হয়েছে। জানুয়ারি থেকে মুম্বাইয়ের শোরুমের জন্য কর্মী নিয়োগ দেওয়া শুরু করে অ্যাপল। এ ছাড়া দ্বিতীয় আরেকটি স্টোর নিউ দিল্লির সিটি ওয়াক মলে তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। আয়তনে এটি মুম্বাইয়ের শোরুমের প্রায় অর্ধেক হবে। দুটি শোরুমই চলতি বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে খোলা হবে। ক্রেতারা সেখানে অ্যাপল পণ্যের পাশাপাশি সেবাও গ্রহণ করতে পারবে। এত দিন অফিশিয়াল অ্যাপল স্টোরের সেবা পাওয়ার জন্য ভারতীয় উপমহাদেশের গ্রাহকদের সিঙ্গাপুরের ওপর নির্ভর করতে হতো।
সূত্র : গিজচায়না