জ্বালানি তেল ছাড়াই গাড়ি-বাইক চালানো কল্পনাই করা যায় না। কিন্তু প্রতিবেশি দেশ ভারতের লাদাখের লেহ অঞ্চলে গেলে অদ্ভুত লাগবে। কেননা, সেখানে জ্বালানি তেল ছাড়াই গাড়ি চলে।
অবিশ্বাস্য মনে হলেও সত্যি। এই রহস্যময় স্থান কেবল ভারতেই আছে। যেখানে যানবাহন চালানোর জন্য তেলের খরচ হয় না, গাড়ি নিজে নিজেই চলতে থাকে। রাতের বেলা যদি এই অঞ্চলে কেউ গাড়ি পার্ক করে, সকাল পর্যন্ত তার গাড়ি আর পাওয়া যায় না। কীভাবে এটি ঘটে তা এখন একটি রহস্যের দানা বেঁধে রয়েছে।
বিস্তারিত পড়ুনঃ ভারতের এই রহস্যময় সড়কে জ্বালানি ছাড়াই গাড়ি চলে