কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে লিখিত ভাবনাকে সংগীতে রূপান্তরের সফটওয়্যার নিয়ে এসেছে গুগল। মিউজিক এলএম নামের এই সফটওয়্যার পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। গুগল ল্যাবসের পণ্য ব্যবস্থাপক ক্রিস্টিন ইম এবং গুগল রিসার্চের পণ্য ব্যবস্থাপক হেমা মানিকভাসাগাম এক ব্লগ বার্তায় মিউজিক এলএমের পরীক্ষামূলক কার্যক্রমের ঘোষণা দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, এখন এ সুবিধা পরখ করার জন্য সাইন–আপ করা যাচ্ছে।
বিস্তারিত পড়ুনঃ ভাবনাকে সংগীতে রূপান্তর করবে গুগলের এআই