গাড়ির বাজারে জনপ্রিয় নাম ভক্সওয়াগেন। সম্প্রতি এই কোম্পানির নতুন একটি গাড়ি বাজারে আসে। যার মডেল ভক্সওয়াগেন গলফ আর ৩৩৩। এই গাড়ি বাজারে আসার ৮ মিনিটের মধ্যেই স্টক আউট হয়ে যায়।
সম্প্রতি জার্মানিতে লঞ্চ হয় ভক্সওয়াগেন গলফ আরর ৩৩৩ মডেলের স্পেশাল এডিশন। এই গাড়ির ২০তম বর্ষপূর্তি উপলক্ষে এই গাড়ি হাজির করে প্রতিষ্ঠানটি। যা কিনতে কার্যত ঝাঁপিয়ে পরেছে জার্মানির মানুষ। ওই দেশের দারুণ জনপ্রিয় হ্যাচব্যাক গলফ। এমন চাহিদা দেখে গাড়ির সাধারণ দামের থেকে ৫০ শতাংশ বেশি রাখে নির্মাতা প্রতিষ্ঠান। কিন্তু তা সত্ত্বেও বিপুল পরিমাণে বিক্রি হয়েছে গাড়িটি।
বিস্তারিত পড়ুনঃ ভক্সওয়াগ গলফ আর ৩৩৩: ৮ মিনিটেই বিক্রি শেষ