ব্লুটুথ ১৯৯০ দশকের শেষের দিকে উদ্ভাবন হয়েছিল। শুরু থেকেই এটি বেশ জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে এর চাহিদা ব্যাপক। তারহীন প্রযুক্তিতে এর বিকল্প নেই। স্মার্টফোন থেকে শুরু করে হেডফোন, মাউস, কি—বোর্ড, গেমিং কন্ট্রোলার ইত্যাদিতে ব্লুটুথের ব্যবহার হয়। এটি এমন একটি প্রযুক্তি যা মূলত দুটি ডিভাইসকে তার ছাড়াই সংযুক্ত করে। কিন্তু এর নাম ব্লুটুথ কেন রাখা হয়েছে? এর পিছনে রয়েছে এক মজার ইতিহাস। চলুন জেনে নিই ব্লুটুথ প্রযুক্তির নাম ‘ব্লুটুথ’ কেন।
বিস্তারিত পড়ুনঃ ব্লুটুথ প্রযুক্তির নাম ‘ব্লুটুথ’ কেন?