ব্লুটুথের নামকরণ হলো যেভাবে

ব্লুটুথের সঙ্গে আমাদের প্রায় সবারই পরিচয় আছে। স্মার্টফোনগুলোকে স্বল্প পরিসরে পরস্পর সংযুক্ত করে বিভিন্ন ফাইল ট্রান্সফার করতে ব্লুটুথ ব্যবহার করা হয়। 
 
কিন্তু এর নাম কেন ব্লুটুথ তা কি আমরা জানি? 

ভাইকিং রাজার গল্প

১৯৯০ দশকের শেষ দিকে এরিকসন, ইনটেল, নোকিয়ার মতো কোম্পানিগুলো একজোট হয়ে স্বল্প পরিসরে বেতার তরঙ্গ ব্যবহার করে বিভিন্ন ডিভাইসকে সংযুক্ত করার প্রক্রিয়া শুরু করছিলেন। সে সময় আইবিএম ও তোশিবা একে অপরকে বিশ্বাস করতে না পারায় এবং এরিকসন ও নোকিয়ারও পরস্পরের প্রতি আস্থা না থাকায় কোম্পানিগুলোর ভেতর সমন্বয়কের জায়গাটি নিয়ে নেয় ইন্টেল।

বিস্তারিত পড়ুনঃ ব্লুটুথের নামকরণ হলো যেভাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *