বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে বেড়ানোর সময় তারহীন স্পিকার নিয়ে যান অনেকেই। উদ্দেশ্য একটাই, আশপাশে বিদ্যুৎ–সংযোগ না থাকলেও তারহীন স্পিকারের সাহায্যে ঠিকই গান শোনা যাবে। কিন্তু ভালোমানের তারহীন স্পিকারগুলোর আকার সাধারণত বড় হয়ে থাকে। ফলে স্পিকার নিয়ে যাওয়ার ঝক্কিও কম নয়। এ সমস্যা থেকে মুক্তি দেবে ট্রাইবিটের তৈরি স্টর্মবক্স ব্লাস্ট। ব্লুটুথ–প্রযুক্তি সমর্থন করায় যেকোনো মুঠোফোন থেকে তারের সংযোগ ছাড়াই গান বাজানো যায় স্পিকারটিতে।
বিস্তারিত পড়ুনঃ ব্যাগের মতো দেখতে তারহীন পার্টি স্পিকার