ব্যবহারকারীদের আগ্রহ ও চাহিদা বুঝে বিজ্ঞাপন প্রচার করে ফেসবুক ও ইনস্টাগ্রাম। এ জন্য ব্যবহারকারীর অবস্থানসহ ইন্টারনেট ব্যবহারের ইতিহাস নিয়মিত সংগ্রহ করে মেটার মালিকানাধীন অ্যাপ দুটি। তবে এবার ব্যবহারকারীদের অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলেই নিজ ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ রাখতে পারবেন। ফলে অ্যাপের তথ্য কাজে লাগিয়ে বিজ্ঞাপন প্রচার করতে পারবে না মেটা। প্রাথমিকভাবে শুধু ইউরোপে এ সুবিধা ব্যবহার করা যাবে।
বিস্তারিত: ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করবে না ফেসবুক ও ইনস্টাগ্রাম, তবে…