ব্যবহারকারীর অবস্থানও শনাক্ত করবে গুগলের ‘বার্ড’ চ্যাটবট

গত মার্চ মাসে বার্ড (বিএআরডি) নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট উন্মুক্ত করে গুগল। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে এবার বার্ড-এ ব্যবহারকারীদের অবস্থান শনাক্তের সুবিধা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। এ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের অবস্থান বুঝে সহায়ক বিভিন্ন উত্তর দিতে পারবে চ্যাটবটটি।

বিস্তারিত পড়ুনঃ ব্যবহারকারীর অবস্থানও শনাক্ত করবে গুগলের ‘বার্ড’ চ্যাটবট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *