আপনাকে কোন বিজ্ঞাপন দেখাবে, সে সিদ্ধান্ত মেশিন লার্নিং কীভাবে নিচ্ছে, তা জানাবে ফেসবুক; অর্থাৎ কোনো বিজ্ঞাপন ব্যবহারকারীকে দেখানোর কারণ বিস্তারিতভাবে জানাতে মেটা ফেসবুকের বিজ্ঞাপন স্বচ্ছতা প্রযুক্তির হালনাগাদ করছে।
মেটার পক্ষ থেকে পেদ্রো পাভন এক ব্লগে জানান, ১৪ ফেব্রুয়ারি থেকে বিজ্ঞাপনের ওপর একটি বার্তা দিচ্ছে ফেসবুক। সেই বার্তায় লেখা থাকে, ‘আমি কেন এই বিজ্ঞাপন দেখছি?’ ব্যবহারকারী যখন এতে ক্লিক করেন, তখন তিনি বিজ্ঞাপনটি কেন দেখছেন, তার বিস্তারিত তথ্য জানতে পারেন।
বিস্তারিত পড়ুনঃ ব্যবহারকারীকে কোন বিজ্ঞাপন কেন দেখাচ্ছে, কারণটা জানাবে ফেসবুক