প্রযুক্তিবিশ্বের অন্যান্য কম্পানির মতো অ্যাপল এখনো জেনারেটিভ এআই নিয়ে কথা বলেনি। এবার অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে আর্থিক বিবরণী পেশ করার বৈঠকে এআই নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন অ্যাপলপ্রধান টিম কুক। তাঁর মতে, এআই কাজে লাগানোর ক্ষেত্রে সুচিন্তিত ও বিচক্ষণভাবে অগ্রসর হওয়াটা জরুরি। এআইসংক্রান্ত অনেক সমস্যার সমাধান করা এখনো বাকি। তিনি জোর দিয়ে বলেন, এআই ব্যবহারের ব্যাপারে বেশ সতর্কতা অবলম্বন করবে অ্যাপল।
বিস্তারিত পড়ুনঃবুঝেশুনে তবেই এআই ব্যবহার করবে অ্যাপল