২০২০ সাল। করোনা মহামারিতে সবাই বাড়িতে। নারায়ণগঞ্জে নিজের বাসায় বসে ইন্টারনেটে একদিন একটা কোর্সের খবর পান সাজ্জাদ ইসলাম। বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড তাদের একটি জনপ্রিয় কম্পিউটার প্রোগ্রামিং কোর্সের অর্ধেক অনলাইনে উন্মুক্ত করেছে, যেটা শেখাবেন স্ট্যানফোর্ড অধ্যাপকেরা। ‘কোড ইন প্লেস’ নামের এই অনলাইন কোর্সের মাধ্যমে সাজ্জাদ প্রথম কোনো প্রোগ্রামিং ভাষা শেখার কোর্সে অংশ নেন। এ কোর্সটি ছয় সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। প্রতি সপ্তাহে একাধিক ভিডিও ক্লাস ছাড়াও একজন মেন্টরের তত্ত্বাবধানে অনলাইনে রিভিউ করার সুযোগ। সাজ্জাদ যে দলের সঙ্গে অনলাইনে রিভিউ কোর্সের সুযোগ পান, সেটির মেন্টর ছিলেন স্ট্যানফোর্ডেরই একজন ছাত্র।
বিস্তারিত: বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে পাইথন প্রোগ্রামিং শেখার সুযোগ