ইসরায়েলের তৈরি স্পাইডার রোবট পরিষ্কার করছে হংকংয়ের আকাশছোঁয়া বিল্ডিং। এআইযুক্ত রোবট দিয়ে বিল্ডিংয়ের বাইরের গ্লাস পরিষ্কার করাতে খরচ হচ্ছে ৫৬ লাখ ডলার। স্পাইডারম্যান স্টাইলের রোবটটি তৈরি করেছে ভেরোবটিকস নামের একটি স্টার্টআপ। কম্পিউটার ভিশন ও এআইয়ের সাহায্যে বিল্ডিংয়ে উঠতে পারে রোবটটি।স্মার্ট নেস্ট ব্যবহার করায় এটি ওপর থেকে পড়ে যায় না। কোনো জায়গা মেরামতের প্রয়োজন হলে সে তথ্যও জানাতে পারে রোবটটি।
সূত্র : দ্য জেরুজালেম পোস্ট