ড্রাইভারলেস টেক বা অটো পাইলট মোড নিয়ে বিগত দিনে অনেক গবেষণা হয়েছে। এতদিন খাতায় কলমে প্রযুক্তি নিয়ে আলোচনা চললেও এবার বাস্তবে সেই প্রযুক্তি সম্পন্ন গাড়ি হাজির করেছে টেসলা, মার্সিডিজ সব বেশ কয়েকটি সংস্থা।
এই প্রযুক্তির অন্যতম সুবিধা হল গাড়িতে নিশ্চিন্তে বসে থাকবেন চাইলে ড্রাইভার সিটেও, কিন্তু স্টিয়ারিংয়ে হাত দিতে হবে না। গাড়ি অটোপাইলট মোডে করে দিলেই আপনা-আপনি দৌড়বে চাকা। এই প্রযুক্তি একধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছে অটোনমাস প্রযুক্তি।
বিস্তারিত পড়ুনঃ বিমানের অটোপাইলট সুবিধা গাড়িতেও