গুগল প্লে-স্টোরে খুঁজে পাওয়া গেল ১০টিরও বেশি ভুয়া অ্যাপ। এসব অ্যাপে পাওয়া গেছে বিপজ্জনক ম্যালওয়্যার। একবার কোনো ডিভাইসে ডাউনলোড হয়ে গেলেই এই অ্যাপগুলো থার্ড পার্টি সোর্সের মাধ্যমে বিপজ্জনক কনটেন্ট স্মার্টফোনে ইনপুট করে দেয়।
থ্রেট ফ্যাবরিক সংস্থার রিপোর্ট অনুসারে এই ভয়াবহ ম্যালওয়্যার ইউজারদের অজান্তেই তাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চুরি করে নিতে পারে। এরা ইউজারদের টু-স্টেপ অথেনটিকেশনের কোডও চুরি করে নেয়। সেইসঙ্গে ব্যবহারকারীর ফোনে কি টাইপ করা হচ্ছে তার স্ক্রিনশটও নিতে পারে এই ম্যালওয়্যারগুলো।
বিস্তারিত পড়ুনঃ বিপজ্জনক ১০ অ্যাপ!