অস্ট্রেলিয়াভিত্তিক অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট (এএসপিআই) প্রকাশিত এক প্রতিবেদনে বিজ্ঞান ও প্রযুক্তি পরাশক্তির দেশগুলোর মধ্যে ভবিষ্যতের শীর্ষ দশে স্থান করে নিয়েছে ইরান। ক্রিটিক্যাল টেকনোলজি ট্র্যাকার শিরোনামের এ প্রতিবেদনে ভবিষ্যৎ বিজ্ঞান ও প্রযুক্তি পরাশক্তির দেশগুলোর মধ্যে নবম স্থানে রয়েছে দেশটি। অস্ট্রেলীয় সরকার প্রতিষ্ঠিত এএসপিআই অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অবস্থিত একটি প্রতিরক্ষা এবং কৌশলগত গবেষণা প্রতিষ্ঠান, যা এ বিষয়ে ‘থিঙ্কট্যাংক’ হিসেবে কাজ করে।
বিস্তারিত পড়ুনঃ বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষ্যৎ পরাশক্তির শীর্ষ দশে ইরান