দুবাই কিংবা সৌদি আরব, মানালি থেকে হংকং— বিশ্বের নামিদামি সব শহরের রাস্তায় ভিড় জমে সুপারকারের। সামাজিক যোগাযোগমাধ্যমে যা কন্টেন্ট আকারে বেশ পরিচিত। বিশ্বের ক্রমবর্ধমান ধনাঢ্য শ্রেণির ভিড়ে অতি ধনিকদের বিশেষত্ব জাহিরে তাদের গাড়িটিকে স্বতন্ত্র পরিচয় বহনে সক্ষম হতে হয়।
অটোমোবাইল কোম্পানিগুলোর কাছে সীমিত আকারে জনপ্রিয় মডেলের বিশেষ সংস্করণ বের করার মোটামুটি নিয়মিত একটা চর্চা হয়ে গেছে।
বিস্তারিত পড়ুনঃ বিখ্যাত মানুষের নামে ৫ সুপারকার