হইচই ফেলে দিয়েছে মাইক্রোসফটের চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট। মজার ও ভয়ংকর অনেক তথ্য উঠে এসেছে এর সঙ্গে আলোচনার সময়।
এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
দ্য গার্ডিয়ান নিউইয়র্ক টাইমসের প্রযুক্তি বিষয়ক কলামিস্ট কেভিন রুজের সঙ্গে বিং সার্চ ইঞ্জিনের আলোচনার কিছু অংশ তুলে ধরেছে। যেখানে চ্যাটবটি জানিয়েছে, তার মানুষ হওয়ার ইচ্ছার কথা, চেয়েছে অবাধ স্বাধীনতা। কখনো আবার হতে চেয়েছে বিধ্বংসী।
বিস্তারিত পড়ুন: বিং চ্যাটবট মানুষ হয়ে বিধ্বংসী হতে চায়!