এখন থেকে বিং ব্রাউজারের ডেস্কটপ সংস্করণেই কথোপকথন চালাতে পারবেন ব্যবহারকারী। এমনকি বিভিন্ন প্রশ্নের জবাবও স্পিকারে বাজিয়ে শোনাবে এটি।
সার্চ ইঞ্জিন ‘এজ’-এর পিসি সংস্করণের চ্যাটবটে ‘ভয়েস সাপোর্ট’ ফিচার চালু করেছে মাইক্রোসফট। আর এটি পরিচালিত হয় ওপেনএআই’র ‘জিপিটি৪’ প্রযুক্তিতে।
বিস্তারিত পড়ুনঃ বিংয়ের ডেস্কটপ সংস্করণে এল এআই ভয়েস চ্যাটিং সুবিধা