আজ ১৮ জুন। জুনের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালন করা হয় বাবা দিবস। বাবাকে শুভেচ্ছা জানায় সন্তানেরা, উপহার, বিশেষ ‘ট্রিট’ দেওয়াও চলে। শুভ সরকার ও সৈকত সরকার—এই দুই ভাইয়ের কাছে বাবা দিবসের তাৎপর্যই আলাদা। শুধু এই বিশেষ দিন নয়, তিন বছর ধরে প্রতিদিনই বাবার জন্য ভালোবাসা নিয়ে দিনরাত করে যাচ্ছেন কাজ আর কাজ। কেননা, কর্কট রোগে আক্রান্ত বাবাকে ভালো রাখতে হবে। ধারাবাহিক চিকিৎসা করিয়ে যেতে হবে। তাই ২১ বছর বয়সী শুভ সরকার তিন বছর আগে শুরু করেছেন তথ্যপ্রযুক্তির ফ্রিল্যান্স আউটসোর্সিং। সঙ্গে যুক্ত হয়েছে ১১ বছর বয়সী ছোট ভাই সৈকত সরকার।
বিস্তারিত পড়ুনঃ বাবাকে বাঁচাতে কম বয়সে দুই ভাইয়ের ফ্রিল্যান্সিং