এই সময়ে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের প্রোফাইলে দেখা যায় ডিজিটাল ক্রিয়েটর, ভ্লগার—এমন শব্দ। ইউটিউবেও অনেকেই নিজের চ্যানেল খোলেন শখের বশে কিংবা অনলাইনে আয়ের জন্য। আর টিকটকে নিজের অ্যাকাউন্ট খুলে ভিডিও দেওয়া তো দ্রুতই বেড়ে যাচ্ছে। ফেসবুক ও ইনস্টাগ্রাম রিলস তৈরির সংখ্যাও বাড়ছে।
নিয়মিত ভিডিও তৈরি করে নিজের চ্যানেলে বা অ্যাকাউন্টে দিলেও বেশির ভাগ ক্ষেত্রেই ভিডিওগুলোর দর্শকসংখ্যা খুব কম হয়ে থাকে। আবার অনেকের ভিডিওতে ভিউ হয় লাখ লাখ। ভিডিওর মানের ওপর ভিউ নির্ভর করে। ভিডিও ধারণ ও বিষয়বস্তু আকর্ষণীয় না হলে শখের ভিডিও তেমন কেউ দেখে না। তাই অনেকেই নিজ ঘরেই ছোট পরিসরে গড়ে তুলেছেন স্টুডিও। ভিডিও ধারণের পাশাপাশি কম্পিউটারে সম্পাদনা করায় ভিডিওর মানও বেশ ভালো হয়ে থাকে।
বিস্তারিত পড়ুন: বাড়িতেই বানাতে পারেন স্টুডিও