বাজারে নতুন স্পোর্টস বাইক

বাংলাদেশের মোটর বাইকপ্রেমীদের স্পোর্টস বাইক শুনলে প্রথমেই মাথায় আসে পালসারের কথা। পালসার বাংলাদেশে স্পোর্টস বাইকের সূচনা থেকে একে বিপ্লবে পরিণত করেছে। বাইকপ্রেমীদের কাছে পরিণত হয়েছে জনপ্রিয় স্পোর্টস বাইক হিসেবে।

দুই দশকেরও বেশি সময় ধরে বাইকপ্রেমীদের কাছে পালসার মানেই শক্তি। শক্তির সঙ্গে পালসার এখন কাজ করতে চায় নিয়ন্ত্রণ ও নির্ভুলভাবে বাইক চালাতে সবাইকে উৎসাহ দিতে। এটি মাথায় রেখে সম্প্রতি বাংলাদেশের বাজারে এসেছে বাজাজ পালসার এন১৬০ মোটরসাইকেল। এই ১৬০ সিসির মোটরসাইকেলে আছে ডুয়েল-চ্যানেল এবিএস।

উত্তরা মোটর্স লিমিটেডের হেড অব বিজনেস প্ল্যানিং নাঈমুর রহমান জানান, নতুন পালসার এন১৬০ বাইকে আছে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ও আন্ডারবেলি এগজস্ট। আরও আছে ৩৭এমএম ফ্রন্ট সাসপেনশন ও ৩০০ সস ডিস্ক ব্রেক।

বিস্তারিত পড়ুন: বাজারে নতুন স্পোর্টস বাইক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *