২২ মে ১৯৮০
প্যাক–ম্যান গেম প্রকাশিত
১৯৮০ সালের ২২ মে জাপানে আরকেড ঘরানার ‘প্যাক–ম্যান’ গেম প্রকাশ করে ন্যামকো। জাপানে প্রচলিত ‘পাক ম্যান’ থেকে প্যাক–ম্যান নাম এসেছে। গোলকধাঁধার (মেজাজ) সমাধানভিত্তিক এই ভিডিও গেম ছাড়া হয় আরকেডের (গেম খেলার এক যন্ত্র, বাংলাদেশের বিভিন্ন দোকান ও বিনোদনকেন্দ্রে এখনো দেখা যায়) জন্য। জয়স্টিক ওপরে–নিচে, ডানে–বামে করে প্যাক–ম্যানকে লক্ষ্যে নিয়ে যেতে হয়।
বিস্তারিত পড়ুনঃ বাজারে এল প্যাক–ম্যান গেম