বাজাজের যতগুলো মডেলের মোটরসাইকেল আছে তার মধ্যে মাইলেজ কিং খ্যাতি পেয়েছে প্লাটিনা ১০০। বাজাজ দাবি করছে এই বাইক এক লিটার পেট্রোলে ৯৬ কিলোমিটার মাইলেজ দেয়। বাজাজ প্লাটিনা বাইকটি দুটি পাওয়ার ভ্যারিয়েন্ট এ পাওয়া যায়। একটি হল ১১০ সিসি ও অন্যটি হল ১০০ সিসি ইঞ্জিন অপশনে। এই ১০০ সিসি বাজাজ প্লাটিনা বেশ সস্তা।
বিস্তারিত পড়ুনঃ বাজাজ প্লাটিনা ১০০: লিটারে মাইলেজ ৯৬ কিলোমিটার