পালসারপ্রেমীদের জন্য সুখবর। বাজারে এলো নতুন বাজাজ পালসার। বাজাজ অটোর নতুন পালসার বাইকে রয়েছে ই২০ ফুয়েল ফিচার। এটি আসলে ২০ শতাংশ ইথানল এবং পেট্রোলের মিশ্রণ। সম্প্রতি অবমুক্ত হয়েছে পালসার এন১৬০ ওবিডি২ মডেল।
২০২৩ সালে বাজাজ অটোর পালসার এন১৬০ বাইকের নতুন মডেল লঞ্চ হয়েছে। আগের তুলনায় এই ভ্যারিয়েন্টে বেশ কিছু পরিবর্তন যুক্ত হয়েছে। সেই তালিকায় রয়েছে ওবিডি২ কমপ্লিয়েন্ট হার্ডওয়্যার। এই অনবোর্ড ডায়গোনোস্টিক সিস্টেম রিয়েল টাইমে বাইকের এমিশনের পরিমাণ ট্র্যাকে রাখে। যদি বাইকে কোনও ত্রুটি বিচ্যুতি দেখা যায় তাহলে আরোহীকে সেটা জানানো হয়ে ড্যাশবোর্ডের ইন্ডিকেটরের মাধ্যমে।
বিস্তারিত পড়ুনঃ বাজাজ পালসার: পেট্রোল ছাড়াও ইথানলে চলবে এই বাইক