স্পোর্টি লুকের টেকসই এবং ভালো মাইলেজ সম্পন্ন বাইকের তালিকায় অনেক মডেলই রয়েছে। তবে তার মধ্যে থেকে অধিকাংশ ক্রেতাদের মন আটকে থাকে দুইটি মোটরবাইকের উপর। এগুলো হলো- বাজাজ পালসার এনএস ১৬০ এবং টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০।
স্টাইলিশ লুক ও একাধিক হার্ডওয়্যার থাকা সত্ত্বেও ফাটাফাটি মাইলেজ দেয় পালসার এবং অ্যাপাচি। কিন্তু এই দুই বাইকের মধ্যে কার পারফরম্যান্স ভালো?
বিস্তারিত পড়ুনঃ বাজাজ পালসার নাকি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল কিনবেন?