বাজাজ পালসার নাকি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল কিনবেন?

স্পোর্টি লুকের টেকসই এবং ভালো মাইলেজ সম্পন্ন বাইকের তালিকায় অনেক মডেলই রয়েছে। তবে তার মধ্যে থেকে অধিকাংশ ক্রেতাদের মন আটকে থাকে দুইটি মোটরবাইকের উপর। এগুলো হলো- বাজাজ পালসার এনএস ১৬০ এবং টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০।

স্টাইলিশ লুক ও একাধিক হার্ডওয়্যার থাকা সত্ত্বেও ফাটাফাটি মাইলেজ দেয় পালসার এবং অ্যাপাচি। কিন্তু এই দুই বাইকের মধ্যে কার পারফরম্যান্স ভালো? 

বিস্তারিত পড়ুনঃ বাজাজ পালসার নাকি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল কিনবেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *