বাজাজ অটোমোবাইলসের তৈরি পালসার সিরিজ ভীষণ জনপ্রিয়। ভারতের পাশাপাশি এই মডেল বাংলাদেশেও কাটতি রয়েছে। পালসার সিরিজে বেশ কয়েকটি মডেলের মোটরসাইকেল তৈরি করে বাজাজ। এর মধ্যে তিনটি মডেল দেদারসে বিক্রি হচ্ছে। এসব মডেল সম্পর্কে জানুন।
বিস্তারিত পড়ুনঃ বাজাজ পালসারের জনপ্রিয় যত মডেল