ভারতের জনপ্রিয় টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ। প্রতিষ্ঠানটির অন্যতম সিরিজ ডিসকভার। এই সিরিজে বেশ কিছু মডেল দেদারসে বিক্রি হয়েছে। কিন্তু তারপরও বাজাজ এই সিরিজের বাইক উৎপাদন বন্ধ রেখেছে।
উইকিপিডিয়ার তথ্য মতে, ২০২০ সালে বাজাজ ডিসকভার লাইন আপের সকল মডেলের উৎপাদন বন্ধ করে দিয়েছে। ২০০৪ সালে সর্বপ্রথম ডিসকভার মোটরসাইকেল আনে বাজাজ। প্রথম মডেলটি ছিল ১২৫ সিসির। এরপরের বছর ২০০৫ সালে আসে ১১২ সিসির ডিসকভার। বাজাজ সেসময় দাবি করে ওই মডেলটি এক লিটার জ্বালানিতে ১০১ কিলোমিটার মাইলেজ দিত।
বিস্তারিত পড়ুনঃ বাজাজ ডিসকভার মোটরসাইকেল আর আসবে না!