বাজাজ ১২৫ সিসির নতুন মোটরসাইকেল আনতে যাচ্ছে। মডেল বাজাজ সিটি ১২৫ এক্স। সাশ্রয়ী দামের এই বাইকে ভালো মাইলেজ পাওয়া যাবে।
এর আগেও বাজাজ সিটি সিরিজের একাধিক মোটরসাইকেল এনেছিল। যেগুলো ছিল এন্ট্রি লেভেলের বাইক। দামও যেমন কম ছিল তেমনি মাইলেজও ভালো দিত। এই সিরিজের সফলতায় এবার আসছে সিটি ১২৫ এক্স মডেল।
১২৫ সিসির এই বাইকে একাধিক উন্নত ফিচার দেওয়া হয়েছে এবং আগের তুলনায় এই বাইকটি অনেক বেশি উন্নত হবে।
বিস্তারিত পড়ুনঃ বাজাজের ১২৫ সিসির নতুন মোটরসাইকেল