মোটরসাইকেল বা স্কুটার পার্ক করার জন্য বেশিরভাগ মানুষ সাইড স্ট্যান্ড করে রাখেন। খুব একটা দরকার না হলে ডাবল স্ট্যান্ড ব্যবহার করেন না। বারবার বাইক সাইড স্ট্যান্ড করার প্রবণতা আপনাকে বিপদে ফেলতে পারে। এমনকি প্রভাব ফেলতে পারে মাইলেজেও।
বাইক সাইড স্ট্যান্ড করতে যেমন সময় কম লাগে তেমনই খুব বেশি ঝক্কি নিতে হয় না। সাইড স্ট্যান্ড ছাড়াও মেইন স্ট্যান্ড করা যায় বাইক। কিন্তু সেন্টার স্ট্যান্ড মোটরসাইকেল সার্ভিসিং বা অনুর্বর জমিতেই বেশি করতে দেখা যায়।
বিস্তারিত পড়ুনঃ বাইক সাইড স্ট্যান্ড করে রাখলে মাইলেজ কমে, অবিশ্বাস্য হলেও সত্য