বর্তমানে নারীদের বাইক চালানো খুব স্বাভাবিক ব্যাপার। অনেকেই শখ করে কিংবা প্রয়োজনে বাইক ব্যবহার করেন। তবে নারীদের বাইকের চেয়ে স্কুটার চালাতেই বেশি দেখা যায়। অনেকেই আবার মনে করেন স্কুটার তৈরি হয়েছে নারীদের জন্য। আসলে ব্যাপারটা কিন্তু এমন নয়।
অনেকগুলো কারণেই নারীরা বাইকের চেয়ে স্কুটার চালাতে বেশি পছন্দ করেন। একাধিক সমীক্ষা থেকে জানা যায়, স্কুটারের ডিজাইন অনেক বেশি আরামদায়ক এবং হালকা ওজনের জন্য নারীরা বেশি স্বাছন্দ্য বোধ করেন স্কুটার চালাতে। খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায় স্কুটার, পরিসংখ্যানও বলছে বাইকের থেকে দেশে স্কুটারের বিক্রি অনেক বেশি।
বিস্তারিত পড়ুনঃ বাইকের চেয়ে স্কুটার নারীদের বেশি পছন্দ কেন?