বাইক বা দুই চাকার এই যান অনেকটা বিপদের বন্ধুর মতো। বর্তমানে শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের অনেক উন্নত দেশেই যানজট একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সময় মতো অফিস কিংবা ক্লাসে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এজন্য দিন দিন বেড়েই চলেছে, বাইক, ই-বাইকের চাহিদা।
তবে বাইক কিনলেও অনেকেই ঠিকভাবে এর যত্ন নেন না। ফলে দেখা দেয় বাইকের নানান সমস্যা। বিশেষ করে বাইকের চেনে জং ধরে যায়। তবে এটি বর্ষার সময় বেশি হলেও শীতেও বাইক বা সাইকেলের চেনে জং ধরে। যখন তেল দেওয়া হয় না, তখন লোহার হাতলেও মরচে পড়তে শুরু করে। যার ফলে চেন কেটে যাওয়ার সম্ভবনা থাকে।
বিস্তারিত পড়ুন: বাইকের চেনে জং ধরলে পরিষ্কার করবেন যেভাবে