কম্পিউটারে যেকোনো কাজ করতে যেমন সফটওয়্যার বা প্রোগ্রাম লাগে, স্মার্টফোন ও ট্যাবেও তেমন লাগে। এগুলোকে বলা হয় অ্যাপ। স্মার্টফোন চলে দুই ঘরানার সফটওয়্যারে। এক. অ্যান্ড্রয়েড, দুই. আইওএস। দুই ধারার ফোনেই বাংলা লেখার অনেক অ্যাপ আছে। অ্যান্ড্রয়েডের অ্যাপ পাওয়া যায় গুগল প্লে স্টোরে। আর আইফোনের জন্য অ্যাপ পাওয়া যায় অ্যাপল অ্যাপ স্টোরে। স্মার্টফোন ও ট্যাবলেটে বাংলা লেখার জন্য জনপ্রিয় কিছু অ্যাপের তালিকা থাকছে এই প্রতিবেদনে।
বিস্তারিত পড়ুন: বাংলা লেখার অ্যাপ কোনটি কেমন এগিয়ে