কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বাংলা লেখা পড়ে শোনাবে কম্পিউটার। এমনই এক উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করে বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিবিষয়ক ‘এআই ফর বাংলা ২.০’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সাস্ট ১৯৫২’ দল। তাদের লেখা থেকে কথায় রূপান্তর করার ‘বাংলা নিউরাল টেক্সট টু স্পিস’ কম্পিউটার প্রোগ্রাম পুরস্কার পায়। পুরস্কার হিসেবে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সনদ পেয়েছে চ্যাম্পিয়ন দল। এই দলের সদস্যরা হলেন রাজন সাহা, আরিফ আহমেদ ও মোহাম্মদ শাহিদুর রহমান।
বিস্তারিত পড়ুনঃ বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় বিজয়ী শাবিপ্রবির ১৯৫২ দল