বর্তমান সময়ে চাহিদা বৃদ্ধি এবং হ্রাস দুইয়ের মাঝামাঝি ব্যাটেল রয়্যাল গেম দাঁড়িয়ে আছে। বাংলাদেশি ডেভেলপার নিয়ে এসেছে গেম ব্যাটেল রয়্যাল। গেমটিতে ব্যাটেল রয়্যাল মোডের পাশাপাশি টিডিএম মোডও রয়েছে। ফ্রি-ফায়ারে যেটিকে ক্লাস কোয়াড বলা হয়, এই গেমটিতে তা গেম লোকেট হিসেবে পরিচিত। প্রয়োজনমতো ইনবেনটোরিতে সবকিছু কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে। পছন্দমতো ইনবেনটোরি আইটেমগুলো কিনে নেওয়া যায়।
বিস্তারিত পড়ুন: বাংলাদেশি গেম ব্যাটেল রয়্যাল