‘ভিশন প্রো’ নামে নিজেদের প্রথম অগমেন্টেন্ড রিয়ালিটি হেডসেট উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
সোমবার উন্মোচিত হেডসেটটি দেড় দশকের বেশি আগে আইফোন প্রকাশের পর থেকে এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে ‘ঝুঁকিপূর্ণ বাজি’ হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে কোম্পানি এমন এক বাজারে প্রবেশ করতে যাচ্ছে, যেখানে ‘কোয়েস্ট’ সিরিজের হেডসেটের সহায়তায় আধিপত্য করছে সামাজিক জায়ান্ট মেটা।
বিস্তারিত পড়ুনঃ বহুল প্রতীক্ষিত নতুন এআর হেডসেট ‘ভিশন প্রো’ আনল অ্যাপল