মায়ের নজর এড়িয়ে ও পরিবারিক আইপ্যাডের পাসওয়ার্ড বদলে গেইমিং সাইট রোবলোক্সের পেছনে আড়াই হাজার পাউন্ডেরও বেশি খরচ করেছে ১০ বছর বয়সী এক শিশু।
যুক্তরাজ্যের ডেনবিগশায়ারে বসবাসরত ওই শিশুর মা জর্জিনা মুন্ডে বলছেন, এমন পরিস্থিতি এড়াতে অন্যান্য অভিভাবরাও যেন সতর্ক হন।
বিস্তারিত পড়ুনঃ বয়স ১০ বছর, গেইম কিনেছেন তিনি আড়াই হাজার পাউন্ডের