বড় সাফল্য ইসরোর, ৩৬টি বিদেশি উপগ্রহকে নিয়ে আবার সফল উৎক্ষেপণ দেশের বৃহত্তম রকেটের

মহাকাশ পরিবহণে বড় সাফল্য পেল ‘ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন’ (ইসরো)। রবিবার সকাল ৯টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে ৩৬টি কৃত্রিম উপগ্রহ নিয়ে অন্তরীক্ষে পাড়ি দিল ভারতের সবচেয়ে বড় ‘লঞ্চ ভেহিকেল মার্ক- ৩’ (এলভিএম ৩) রকেট। এই ধরনের রকেটকে আগে ‘জিয়োসিংক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এমকে ৩’ নামে ডাকা হত। চন্দ্রায়ন ২ অভিযানের সময়ও এই রকেট ব্যবহার করা হয়েছিল।

বিস্তারিতঃ বড় সাফল্য ইসরোর, ৩৬টি বিদেশি উপগ্রহকে নিয়ে আবার সফল উৎক্ষেপণ দেশের বৃহত্তম রকেটের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *