সম্প্রতি গুগল থেকে চাকরি হারিয়েছেন ১২ হাজার কর্মী। শোনা যাচ্ছে, চাকরি হারানো এসব কর্মীদের পূর্বঘোষণা অনুযায়ী বেতনও দেওয়া হবে না।খরচ কমাতে চলতি বছরের জানুয়ারিতে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় গুগল। এমন ঘটনায় গুগল প্রধান সুন্দর পিচাই সবার কাছে ক্ষমাও চেয়েছিলেন। জানিয়েছিলেন, বকেয়া বেতন মিটিয়ে দেবে। কিন্তু এখন গুগলের গলায় উল্টো সুর।
সাবেক কর্মীদের বক্তব্য, অনেক কর্মী ছুটিতে থাকাকালীন চাকরি হারিয়েছেন। কেউ কেউ হাসপাতালে থাকাকালীন অথবা মাতৃত্বকালীন ছুটির মাঝেই জেনেছেন তাদের চাকরি গেছে। গুগল এই সব কারণে তাদের ছুটি আগেই মঞ্জুর করেছিল। তবে এখন নাকি গুগলের দাবি, এই ছুটিগুলোতে তাদের যে বেতন পাওয়ার কথা ছিল, তা আর দেওয়া হবে না।
বিস্তারিত পড়ুনঃ বকেয়া বেতনও দেবে না গুগল!