ফ্রিজের দরজা খুললেই শীতল বাতাস চোখে-মুখে ঝাপটা দেয়। মনে হয় ফ্রিজের সামনেই দাঁড়িয়ে থাকি। যাদের বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি নেই তাদের এই ভাবনা মনে আসাই স্বাভাবিক। কেননা, গরমে জনজীবন বিপর্যস্ত। ফ্রিজ আমাদের খাবার-দাবার ঠান্ডা করে রাখতে পারে। কিন্তু সেই ফ্রিজের দরজা যদি আমরা খুলে দিই, তাহলে কি তা আমাদের ঘরও ঠান্ডা করতে পারবে? সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন করেছেন বহু মানুষ। একথা তো অস্বীকার করার কোনও উপায় নেই যে, ফ্রিজ খুললেই মানুষ একটা শীতলতা অনুভব করেন। সেই থেকেই অনেকে ভাবতে শুরু করে দেন, তাহলে হয়তো ফ্রিজের দরজা খুলে রাখলে তা পুরো ঘরটাকেই ঠান্ডা করবে। আপনিও নিশ্চয়ই কখনও না কখনও এমনটা ভেবেছিলেন?
বিস্তারিত পড়ুনঃ ফ্রিজের দরজা খোলা রাখলে কি ঘর ঠান্ডা হবে?