জনপ্রিয় অনলাইন গেইম ফোর্টনাইটের নির্মাতাদের জন্য তুলনামূলক উন্নত আর্থিক ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে গেইম নির্মাতা কোম্পানি এপিক গেইমস।
গেল বুধবার নিজেদের ‘স্টেট অফ আনরিয়েল’ আয়োজনের কিনোট ঘোষণায় এই ব্যবস্থাকে ‘ক্রিয়েটর ইকোনমি ২.০’ হিসেবে আখ্যা দিয়েছে কোম্পানিটি।
বিস্তারিত পড়ুনঃ ফোর্টনাইট থেকে আয়ের ৪০ ভাগ নির্মাতাদের দেবে এপিক