ফোনে পার্সোনাল ছবি-ভিডিও বেহাত হওয়ার ভয়? অবশ্যই অন করুন এই সেটিংস

দৈনন্দিন জীবনে স্মার্টফোনের উপরে নির্ভরশীল প্রায় সকলেই। এখন জীবনের প্রায় সব গুরুত্বপূর্ণ নথি ও তথ্য পকেটের ছোট্ট ডিভাইসেই সেভ থাকে। আর্থিক তথ্য থেকে অফিসের নথি অথবা একান্ত ব্যক্তিগত গোপন ছবি-ভিডিও, ফোনে এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে যা বেহাত হলে সমস্যায় পড়তে হতে পারে। আর এই কারণেই স্মার্টফোনের এই সব তথ্য সুরক্ষিত রাখার দিকে বিশেষ নজর দিতে হবে। এই প্রতিবেদনে কী ভাবে ফোনের গোপন ছবি ও ভিডিও সুরক্ষিত রাখবেন দেখে নেব।

প্রথমত ফোনের লকস্ক্রিন সব সময় পাসওয়ার্ড ও অথবা পিনের মাধ্যমে সুরক্ষিত রাখুন। আপনার ফোন বেহাত হলে যেন অন্য কেউ ফোন ব্যবহারের সুযোগ না পান তা নিশ্চিত করতে হবে। এছাড়াও Google Photos-এর বিশেষ ফিচার ব্যবহার করে ফোনের গোপন ছবি ও ভিডিও গ্যালারি থেকে সরিয়ে রাখা সম্ভব। জেনে নিন কী ভাবে?

বিস্তারিত পড়ুন: ফোনে পার্সোনাল ছবি-ভিডিও বেহাত হওয়ার ভয়? অবশ্যই অন করুন এই সেটিংস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *