আকারে ছোট ভিডিও পোস্ট করার সুযোগ থাকায় ফেসবুকে বেশ জনপ্রিয়তা পেয়েছে ফেসবুকের রিলস ও স্টোরিজ–সুবিধা। আর তাই এবার রিলস ও স্টোরিজ বিভাগে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান রিলস ও স্টোরিজ বিভাগে নিজেদের পণ্যের অগমেন্টেড রিয়েলিটি বিজ্ঞাপন প্রচার করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা ভার্চ্যুয়ালি সেগুলো পরখ করার সুযোগ পাবেন।
বিস্তারিত পড়ুনঃ ফেসবুক রিলস ও স্টোরিজে এআর বিজ্ঞাপন দেখাবে মেটা