অন্যান্য শর্ট ভিডিও প্ল্যাটফর্মের মতো ফেসবুকও রিলস নামে শর্ট ভিডিও তৈরির সুযোগ এনেছে। রিলস নামের এই শর্ট ভিডিও অনেকটা টিকটক ভিডিওর মতোই। এতে ভিডিওর সঙ্গে বিভিন্ন ধরনের গাছ জুড়ে দেওয়া যায়। এসব রিলস বানিয়ে আরও করা যাচ্ছে।
সাম্প্রতিক সময় ফেসবুকের মূল কোম্পানি মেটা, রিলসে প্রচুর অর্থ বিনিয়োগ করছে। এখন ফেসবুকের রিলস থেকেও ভালো টাকা আয় করা সম্ভব। রিল থেকে টাকা আয় করার একাধিক সুযোগ দিচ্ছে ফেসবুক।
বিস্তারিত পড়ুনঃ ফেসবুক রিলসে কত ভিউ হলে কত আয়?