ফেসবুকে অনেক সময় কিছু স্মৃতি সামনে চলে আসে, যা আসলে আপনার মন খারাপ করে দেয়। ভালো স্মৃতি মানুষ রেখে দিতেই পছন্দ করে। কিন্তু পারস্পরিক সম্পর্কে বিচ্ছেদের ছোবল পড়লে এককালের ভালো স্মৃতিও বিষাদে ভরিয়ে দিতে পারে মন। জীবনের কোনো একটি পর্যায়ের স্মৃতি মনে করতে না চাইলে জেনে নিতে পারেন মেমোরিজ লুকিয়ে রাখার কৌশল।
বিস্তারিত পড়ুনঃ ফেসবুকে রাখা স্মৃতি দেখতে না চাইলে