ফেসবুকে ভুয়া প্রোফাইল চেনার ৫ উপায়

নিত্যদিনের চলাফেরাতে এখন বাসার সামনের রাস্তাটা থাকুক না থাকুক, নিউজফিডের উঠানটা আমাদের চোখের সামনেই থাকে। ফেসবুক এমনই এক বিশাল অংশ হয়ে উঠেছে জীবনের, এতে মশগুল হওয়াটাই যেন এখনকার রীতি। 

তবে এ রীতি সকলে যে সমানভাবে, অথবা সঠিকভাবে মানেন, এমনটা নয়। অনেকেই অন্য নাম, অন্য পরিচয়ের পেছনে লুকিয়ে অনেক অসৎ কাজও করে থাকেন। হ্যাঁ, ফেইক ফেসবুক প্রোফাইলের কথাই হচ্ছে। ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে এসব প্রোফাইল সম্পর্কে সচেতন হওয়াটা দরকার, নয়তো হ্যাকার বা প্রতারকদের পাল্লায় পড়তে খুব একটা দেরি হবে না। এসব ফেইক প্রোফাইল যাচাইয়ের জন্য ৫টি কৌশল দেখে নেওয়া যেতে পারে–

বিস্তারিত পড়ুনঃ ফেসবুকে ভুয়া প্রোফাইল চেনার ৫ উপায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *