জাতীয় নিরাপত্তার ঝুঁকিতে চীনসহ বিভিন্ন দেশের টেলিযোগাযোগ কোম্পানির উপকরণ ব্যবহার বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব প্রতিষ্ঠানের মধ্যে হুয়াওয়েও রয়েছে। ১২ জুন চীনের গণমাধ্যমগুলোয় গুঞ্জন ওঠে, যুক্তরাষ্ট্র হয়তো হুয়াওয়ের কাছে ফাইভজি চিপসেট বিক্রির জন্য কোয়ালকমকে অনুমতি দেবে। তবে হুয়াওয়ে এ গুঞ্জন নাকচ করে দিয়েছে। খবর গিজচায়না।
চিপ ও প্রযুক্তি খাতসংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাষ্ট্র কিছু ক্ষেত্রে চিপ রফতানি নিষেধাজ্ঞা শিথিল করেছে। বিশ্লেষকদের মতে, এ দাবি কোম্পানি ও চীনের জন্য সুফল বয়ে আনবে। এর মাধ্যমে হুয়াওয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় যুক্ত হতে পারবে ও ফাইভজি স্মার্টফোন বাজারজাত করতে পারবে। তবে চলতি সপ্তাহে হুয়াওয়ের কনজিউমার বিজনেস গ্রুপের প্রধান এ প্রতিবেদন তথা গুঞ্জনের বিষয়টি নাকচ করে দিয়েছেন।
বিস্তারিত পড়ুনঃ ফাইভজি চিপ পাওয়ার গুঞ্জন নাকচ হুয়াওয়ের