নানা ফিচারের কারণে স্মার্টফোন ব্যবহারকারীদের আলাদা আলাদা পছন্দ রয়েছে। কেউ চায় খুবই দ্রুততম চিপসেট। কেউ আবার চান যে ক্যামেরা থাকতে হবে, যা সেরা মানের। কারো আবার রয়েছে স্ক্রিন ব্যাজেল নিয়েও নানান ইচ্ছা। তবে আপনি যদি পাতলা ব্যাজেলের অনুরাগী হন তবে আইফোন ১৫ প্রো ম্যাক্স হতে পারে আপনার পরবর্তী প্রিয় স্মার্টফোন।
সম্প্রতি ফাঁস হওয়া আইফোন ১৫ প্রো ম্যাক্স এর কিছু ছবি থেকে এই ধারণা পাওয়া গেছে। আর তা হলো, আইফোন ১৪ প্রো ম্যাক্সে বেশ পাতলা ব্যাজেল থাকলেও আইফোন ১৫ প্রো ম্যাক্সে এর থেকেও পাতলা ব্যাজেল থাকবে।
বিস্তারিত পড়ুনঃ ফাঁস হওয়া তথ্যে জানা গেল আইফোন ১৫ প্রো ম্যাক্সের দারুণ এক সুবিধা